তরুণ কথাসাহিত্যিক স্বকৃত নোমানের বাংলাদেশের শীর্ষ চৌদ্দ গুণী ব্যক্তিত্বের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘গুণীজন কহেন’। নানা কারণে এ সাক্ষাৎকারগুলো গুরুত্বপূর্ণ। যাঁদের সাক্ষাৎকার নিয়ে এই গ্রন্থ, তাঁরা একেকজন নিঃসন্দেহে মহীরূহ। তাঁরা আমাদের নমস্য। ব্যক্তির গণ্ডি ছাড়িয়ে তাঁরা একেকটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। জ্ঞানচর্চার একনিষ্ঠ সাধক তাঁরা। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির জগতে তাঁদের অবদান চিরস্মরণীয়। প্রত্যেকেই কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। উত্তরপ্রজন্মের দিকদর্শন বাতি। তাঁদের মুখনিঃসৃত প্রতিটি বাক্য আমাদের জন্য অমৃতসম। তাঁদের চিন্তাচেতনা এবং কর্মযজ্ঞ আমাদের চলার পথের পাথেয়। জ্ঞানচর্চার পথে তাঁরা প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে চলেছেন। তাঁরা বাতিঘর হিসেবে আলো জ্বালবেন পাঠকের হৃদয়ে।