কবি আসলাম সানী চালচলনে, কথাবর্তায় ও জীবনাচারণে একজন খাঁটি ‘ঢাকাইয়া’ নাগরিক। পূর্বপুরুষ ঢাকাবাসী। সেই অর্থে আসলাম সানী বংশগত ও জন্মসূত্রে ঢাকার আদিবাসী। পুরনো ঢাকার বর্ণময় জীবনযাত্রা, কৌতুকী-আড্ডা, খাদ্যাভ্যাস, উৎসব ও আনন্দানুষ্ঠানে আজীবন তিনি অংশগ্রহণ করেছেন। ঢাকার ভাষা-সম্পর্কেও তিনি সম্পূর্ণ জ্ঞাত। রক্তে মাংসে তিনি পুরনো ঢাকার মূল সুরকে ধারণ করেছেন। আসলাম সানী কবি ও ছড়াকার—এর বাইরে তিনি একজন সদা চঞ্চল, কৌতুকী ঢাকাইয়া চরিত্র। যেন তিনি খাঁটি ঢাকাইয়াদের একমাত্র প্রতিভূ। ঢাকা শহর তার রক্তধারায় মিশ্রিত বলেই তিনি সহজ স্বচ্ছন্দে ছড়ায় রচনা করেছেন পুরান ঢাকার অভিনব এক উপাখ্যান। শতকে ছড়ায় ব্যঙ্গ, রসবোধ ও বিভিন্ন অনুষঙ্গ রয়েছে। তবে সব ছড়া মিলেমিশে এক সুরে তৈরি হয়েছে একটি ছড়ার মালা। আমাদের ছড়াসাহিত্যে ভিন্নধর্মী এক প্রয়াস। ছড়ায় ছড়ায় পুরান ঢাকা আবার জীবন্ত হয়ে উঠেছে এ বইয়ের পাতায় পাতায়।
“Fine ” - Robi User
“ ” - Robi User
“লাভ ” - Robi User