ঐতিহ্যগতভাবে পালকি হলো একটি লোকবাহন আর পালকিবাহক জনগোষ্ঠী হলো ফোকলোরে এমন একটি মানবগোষ্ঠী যারা একই ভৌগোলিক পরিবেশ বাস করে। যাদের
জীবনব্যবস্থা, সংস্কৃতি, জীবিকা
ও ঐতিহ্যের অবলম্বন কোনো না কোনোভাবে একই সূত্রে গ্রথিত। পালকি তাদেরই সৃষ্ট উপকরণ। পালকিকেন্দ্রিক সংস্কৃতি, পালকির গান, ধাঁধা, লোককাহিনি ইত্যাদি তাই ফোকলোরেরই অংশ। পালকি এমন একটি উপকরণ যার উদ্ভব ঐতিহ্যের আশ্রয়ে সম্ভব হয়েছে এবং বর্তমানে তা শিল্প-সাহিত্যে বিশেষভাবে বিশেষ অর্থে প্রতিফলিত প্রতিরূপিত হয়ে কালের পরীক্রমায় উত্তীর্ণ হয়েছে। এ বিচারে পালকি ও পালকিবাহক গোষ্ঠীর বিশেষ মর্যাদা রয়েছে ফোকলোর বিভাগে। বর্তমান গ্রন্থে বাংলাদেশের পালকি ও পালকিবাহকদের সম্পর্কে যেমন আলোচনা করা হয়েছে তেমনি পালকি ও পালকি বাহকদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করতে গিয়ে তাদের সম্পর্কে অর্জিত ধারণা, অভিজ্ঞতাও উপস্থাপন করা হয়েছে কোনো কোনো অধ্যায়ে।