বাংলাদেশ থেকে ভাগ্যান্বেষণে মানুষ পাড়ি জমায় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন দেশে নির্মাণ শ্রমিক,
পরিচ্ছন্নতা, কারখানার চাকরি নানান কাজেই তাদের কর্মসংস্থান হয়।
এই
সংখ্যা বর্তমানে কোটির কাছাকাছি। এই জনসংখ্যার বেশির ভাগই অদক্ষকর্মী এবং প্রায়শই তারা সর্বস্ব বিক্রি করে, জমিজমা বন্ধক রেখে পাড়ি জমায় বিদেশে,
এমন কি কখনো কখনো নিয়ম বহির্ভূতভাবে গলাকাটা পাসপোর্টে নাম পরিচয় বিসর্জন দিয়ে তারা ছুটে চলে এই
ভাগ্য অন্বেষণের মিছিলে।
বিদেশ তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন।
অস্বাস্থ্যকর আলো বাতাসহীন ঘরে, গরম গুমোট স্যাঁতসেঁতে পরিবেশে দিনের পর দিন তারা পার করে ভাগ্য পরিবর্তনের আশায়। নূন্যতম মানবাধিকারও ভোগ করে না
তারা। প্রবাসে মৃত্যুর হারও আশঙ্কাজনক। অথচ তাদের পাঠানো টাকায় বাড়ে এদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কিন্তু হারিয়ে যায় আছির উদ্দিনের মতো অসংখ্যা তরুণের স্বপ্ন। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
মৃত্যুর মিছিল। ‘অজ্ঞাতনামা’ সেই সব
সাহসী মানুষের জন্য শোকগাথা।
“ ” - Bookworm