সহজে পালনযোগ্য ২০০টি হাদিস
১. আলক্বামাহ ইবনু ওয়াক্কাস (রা :) বর্ণিত
রাসুল (স :) বলেছেন ‘‘কাজের প্রাপ্তি হবে নিয়ত অনুযায়ী-(বো)
২. আবুযার (রা :) বর্ণিত আল্লাহ বলেন
হে বান্দাগণ আমি যুলুম করা হারাম করেছি অতএব তোমরা একে অপরের প্রতি যুলুম করোনা- (মু)
৩. আবু হোরায়রা (রা :) বর্ণিত আল্লাহ
বলেন আমি যখন মুমিনের কোন প্রিয় বস্তু উঠিয়ে নেই আর সে ধৈর্যধারণ করে; আমার কাছে তার
জন্য জান্নাত প্রতিদান- (বো)
৪. আনাস (রা :) বর্ণিত আল্লাহ বলেন
‘‘বান্দা আমার দিকে একহাত এগুলে আমি তার দিকে দুই হাত আগাই, সে আমার দিকে হেটে আসলে
আমি তার দিকে দৌড়ে যাই- (বো)
৫. আবু হোরায়রা (রা :) বর্ণিত- আল্লাহ
ছাড়া কারও নামে শপথ করো না- (বো)
৬. আবু হোরায়রা (রা :) বর্ণিত- আল্লাহর
আরশে লেখা আমার রহমত আমার গযবকে অতিক্রম করে-(বো)
৭. আবু হোরায়রা (রা :) বর্ণিত- সুবহানাল্লাহী
বিহামদিহী সুবহানাল্লাহীল আযীম বাক্যদ্বয় আল্লাহর কাছে অতিপ্রিয় যা বলতে সহজ অথচ পাল্লায়
ভারী-(বো)
৮. আবু হোরায়রা (রা :) বর্ণিত-মানববেশে
জিবরাঈল (আ :) এর প্রশ্নের জবাবে রাসুল (স :) বলেন, ঈমান হলো- আল্লাহ, তার ফেরেশতা,
তাঁর রাসুলদের ও পুনরুত্থানেরর প্রতি বিশ্বাস; ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, তাঁর সঙ্গে
কাউকে শরীক না করা, নামায কায়েম করা, যাকাত দেওয়া ও রমযানে রোযা রাখা, ইহসান হলো এমনভাবে
আল্লাহর এবাদত করা যেন তাঁকে দেখছো, তুমি তাঁকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন; কেয়ামতের
জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই- (বো)
৯. আবু হোরায়রা (রা :) বর্ণিত- নিঃসন্দেহে
দ্বীন অতি সহজ, যে দ্বীনের মধ্যে কাঠিন্য করবে সে পরাজিত হবে- (বো)
১০. আনাস (রা :) বর্ণিত রাসুল (স :)
বলেন- কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট, সন্তান ও অন্যান্য সকল মানুষ
হতে প্রিয়তম হই- (বো)
১১. আনাস (রা :) বর্ণিত রাসুল (স :)
বলেন- কেউ মুমিন হতে পারবেনা যতক্ষণ সে মুসলিম ভাইদের জন্য ঐসব পছন্দ করবেনা যা নিজের
জন্য পছন্দ করে- (বো)।
১২. আবু হোরায়রা (রা :) বর্ণিত- কোন
ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হলে তিনি তাকে ভালবাসেন ও জিবরাঈল (আ :) কে ভালবাসতে বলেন
আর আকাশবাসীরাও তাকে ভালবাসে তার সুনাম ছড়িয়ে দেয়-(বো)।
১৩. সাদ ইবনু আবু ওয়াক্কাস (রা :) বর্নিত
রাসুল (স :) বলেন- আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যাই ব্যয় করা হয় তার প্রতিদান নিশ্চিতরূপে
প্রদান করা হয়- (বো)।
১৪. আয়েশা (রা :) বর্ণিত রাসুল (স
:) বলেন- আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় করি; আল্লাহ তত্ত্বজ্ঞান আমার সবচেয়ে বেশী- বো।
১৫. মোয়াবিয়া (রা :) বর্নিত রাসুল (স
:) বলেন- আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন- (বো)
১৬. আবু হোরায়রা (রা :) বর্ণিত রাসুল
(স :) বলেন- যে ইসলামকে সুন্দর বানায় তার নেক আমলের বদলা ১০-৭০ গুন আর বদ আমলের বদলা
সমপরিমান- (বো)
“ ” - Robi User
“ ” - Shafikul Alam Firoj
“ ” - Hasan
“ ” - MD. Nazmul Hossain