logo
0
item(s)

বিষয় লিস্ট

শাকিল বিন মুশতাক এর টেলিভিশন প্রযোজনা

প্রথম অধ্যায়

 

আমি বিশ্বাস করি, ভালো টেলিভিশন আমাদের পৃথিবীকে উন্নতর স্থানে পরিণত পারে

-ক্রিশ্চিয়ান আমানপোর, সিএনএন রিপোর্টার

 

 

 

 


কিছু শব্দকোষ

 

এই অধ্যায়ে কিছু বিশেষায়িত শব্দ ব্যবহৃত হয়েছে। পাঠকের সুবিধার্থে এই ক্ষুদ্র শব্দকোষের আয়োজন।

 

ডিভিই : ডিজিটাল ভিডিও ইফেক্ট ইকুইপমেন্ট। সুইচারের সাথে কাজ করে।

ভিডিও ইমেজের মাঝে ইফেক্ট তৈরিতে এটি ব্যবহৃত হয়। ডিভিইকে অ্যাকচুয়াল ইফেক্ট নামেও ডাকা হয়।

লিনিয়ার এডিটিং : সিকোয়েনশিয়াল অর্ডারে মাস্টার টেপ থেকে অন্য টেপে সেগমেন্ট কপি কিংবা ডাবিং করা।

নন লিনিয়ার এডিটিং (এনএলই) : এই পদ্ধতিতে রেকর্ডেড ভিডিও একটি কম্পিউটারে কপি করে ফেলা হয়। পরে তা ইচ্ছামতো এদিক সেদিক করে গ্রাফিক্স বা স্পেশাল ইফেস্ট ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ প্রোডাকশন দেয়া সম্ভব হয়। চাই কি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে অডিও নিয়েও কাজ করা যায় এনএলইতে।

 

প্রজিউমার ইকুইপমেন্ট :

সুইচার (ভিশন মিক্সার) : ভিডিওর মাঝে সুইচ ক্যামেরা পরিবর্তন, গ্রাফিক্স বা অন্য ভিডিও ব্যবহার করার জন্য এই বস্তু ব্যবহার করা হয়। সুইচারের ব্যবহার সাধারণত অনলাইনে শ্যুটিং, মাল্টি ক্যামেরার ব্যবহার এবং লাইভে হয়ে থাকে।

টেলিপ্রম্পটার : কম্পিউটারের মাধ্যমে তৈরি লেখাকে (টেক্সট) ক্যামেরার লেন্সের সামনে একটি কাঁচের রিফ্লেক্টরে দেখানোর যন্ত্র এটি। এর মাধ্যমে উপস্থাপক/সঞ্চালক সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে স্ক্রিপ্ট পড়ে যেতে পারেন।

 

 

 

 


টেলিভিশন প্রযোজনার সার্বিক চিত্র

 

টেলিভিশনের সংজ্ঞা ক্রমশ পাল্টে যাচ্ছে। যেমন ধরা যাক আইপডের কথা। কদিন আগেও এটি ছিল নিছক এমপিথ্রি শোনার ডিভাইস। এটিতে যখন ভিডিও ঢোকাচ্ছেন তখনই তা টেলিভিশন। কাজেই  বলতে পারি টেলিভিশন এখন অন্যান্য যন্ত্রপাতিতেও ছড়িয়ে পড়ছে। এটি হচ্ছে কারণ প্রোগ্রামিং, মান এবং স্টোরি লাইন। এই বিষয়গুলোই টেলিভিশনের জন্য সবসময় প্রযোজ্য। টেলিভিশন কখনোই কেবল একটি বাক্স নয়, বরং বাক্সের মধ্যে থাকা প্রোগ্রামিং মাত্র।

ক্রিস পিজারো, ভাইস প্রেসিডেন্ট অব ডিজিটাল মিডিয়া, টার্নার এন্টারটেইনমেন্ট

সংশ্লিষ্ট বই

পাঠকের মতামত
রিভিউ লিখুন
রিভিউ অথবা রেটিং করার জন্য লগইন করুন!