বর্বর, বেদুইন, যাযাবর, শিক্ষা ও তামাদ্দুনের আলো হতে বঞ্চিত একটি জাতি মাত্র অর্ধ শতাব্দীর কম সময়ের ভিতরে পৃথিবীর বৃহত্তম শক্তিদ্বয়কে পর্যুদস্ত ও পরাভূত করে কি করে অর্ধপৃথিবী জয় করে ফেলল? কি করে তাঁরা এই স্বল্পকালীন সময়ের ভিতর মানব সভ্যতার উপরে এক স্থায়ী ও অক্ষয় ছাপ রেখে গেল? সেই অমর কাহিনীর মূল সূত্র পবিত্র আল-কোরআনের নানান উজ্জ্বল দিক নিয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ে। সহিহ দ্বীনের পথে চলা মানুষের অবশ্যপাঠ্য।