মেয়ে মৃনুকে নিয়ে হিমালয় ভ্রমণে বের হলেন বিনয় বাবু। একদিন হারিয়ে গেলো মৃনু। তাকে উদ্ধার করতে গিয়ে ভয়ঙ্কর মানুষখেকোর হাতে বন্দী হলেন বিনয় বাবু, বিমল, রামহরি। সেই ভয়ঙ্কর বিপদসঙ্কুল পরিবেশ থেকে কি উদ্ধার পাবেন বিনয় বাবুরা? জানতে হলে পড়তে হবে হেমেন্দ্রকুমার রায়ের আরেকটি রোমহর্ষক গল্প 'হিমালয়ের ভয়ঙ্কর'।