একজন নারীই পারে সংসারকে সুন্দর সুখকর করতে। আবার নারীই পারে সাজানো সংসারকে ধ্বংস করতে। বর্তমান পৃথিবীতে নারীবাদের নামে বেহেল্লাপনা, মুক্তচিন্তার নামে বেশরিয়তি কাজকারবার অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই তো পরিবারে এখন শান্তি নেই, সমাজে আদব নেই, রাষ্ট্রে নীতি নেই। এই সমস্ত কিছুর অবসান করতে পারে একমাত্র পরিপূর্ণ দ্বীন-ই-ইসলামের দিকনির্দেশিকা।
রাসুলুল্লাহ (দঃ) বলিয়াছেন, বিবাহে স্ত্রীলোকের চারিটি বিষয় দেখিতে হইবে : ১) তাহার মাল, ২) তাহার গুণ, ৩) তাহার সৌন্দর্য এবং ৪) তাহার ধর্ম, যাহার ধর্মে মতি থাকে তাহাকে পছন্দ কর। তোমার হাত ধূলিতে পূর্ণ হউক।
আর এরই উপর আধারিত ইসলামী রোমান্টিক উপন্যাসের পথিকৃত কাসেম বিন আবুবাকারের 'সংসার সুখের হয় রমনীর গুণে'।