উইলিয়াম উইলসন হান্টার ছিলেন ঊনবিংশ শতাব্দীর স্কটিশ ইতিহাসবিদ, পরিসংখ্যানবিদ, সংকলক ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য। তৎকালীন বড়লাট লর্ড মেয়ো স্যার উইলিয়াম হান্টারকে অবিভক্ত ভারতে মুসলমানদের রাজনৈতিক অভিলাষ ও মুসলিম সামাজিক কাঠামো সম্পর্কে একটি প্রতিবেদন তৈরীর নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে উইলিয়াম হান্টার ভারতে বসবাসরত মুসলমানদের সামাজিক অবস্থান, রাজনৈতিক আনুগত্য, অর্থনৈতিক অবস্থা, ধর্মীয় আচার ও বিশ্বাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে 'The Indian Musalmans' নামক পুস্তিকা প্রকাশ করেন যা তার বস্তুনিষ্ঠ বিশ্লেষণের কারণে আজও ব্যাপক সমাদৃত।