তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্রগুলো নতুন দিনের প্রতীক; সংকল্পে অটল, উজ্জ্বল ব্যক্তিত্বসম্পন্ন। শ্রেণিভেদের প্রথা থেকে তারা বেরিয়ে আসতে চায়, যুক্তি ও অনুভূতির বিচারে জীবনকে সাজাতে চায়। পথে অবশ্য বাধা হয়ে দাঁড়ায় সমাজের অচল নীতি, কিন্তু অদম্য প্রাণকে দমন করা তাদের পক্ষে সম্ভব হয় না কখনোই।
কোনরকমে লেখাপড়া শেষ করা সীতারামের অদম্য লড়াইয়ের গল্প 'সন্দীপন পাঠশালা'। মানবতা আর সত্যের জয়ের প্রতীক শ্রীকৃষ্ণ ও বলরাম একসময়ে সান্দীপনি মুনির আশ্রমে শিক্ষালাভ করেছিলেন। তাঁরই স্মৃতিতে প্রকৃত ধর্মের প্রতিষ্ঠাকল্পে গড়ে ওঠা সীতারামের স্বপ্ন সন্দীপন পাঠশালার গল্প এটা যা সামাজিক অচলাবস্থা ভাঙতে আপনাকেও উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে।