ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে স্বাধীন ভারতের রূপকার নেতাজী সুভাষ চন্দ্র বসু। শুধু ভালো ভালো কথা আর অহিংসার বুলি দিয়ে যে কোন জাতি স্বাধীন হতে পারে না, শত্রুর গুলির জবাব গুলিতেই দিতে হয়, সর্বোপরি যোগ্য দেশ গড়তে বহুমতের সম্মিলনের জন্য জাতীয়তাবাদী চেতনা অপরিহার্য তা বুঝেছিলেন নেতাজী। তাই তো সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পরাধীন মায়ের স্বাধীনতা ছিনিয়ে আনতে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যা বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলো হানাদার ব্রিটিশ বাহিনীর।
নেতাজীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নির্মোহ বিশ্লেষণ পাবেন ‘সুভাষ চন্দ্র বসু : হিজ লাইফ অ্যান্ড স্ট্রাগল’ বইটিতে।