“এখানে ধর্মীয় বিদ্বেষ উঠে এসেছে,ইতিহাস নয়।ইতিহাসে এখনো প্রমাণ পাবেন,নিচু বর্ণের দলিত হিন্দু,বৌদ্ধরা ন্যায় বিচার,সমান অধিকারের জন্য মুসলিম শাসকদের সমর্থন করেছিলেন এবং তা ১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগ পর্যন্ত চলেছিল।হিন্দু প্রধান অবিভক্ত ভারতে মুসলিমরা সরকার গঠন করেছিল। বেদের অসুররা আর কেউ নয় আর্যদের আগ্রাসন রুখে দেয়া করতোয়া নদীর তীরের আমাদেরই পূর্বপুরুষ। সেই সংগ্রাম গর্বের,গৌরবের,ব্রাহ্মণ্যবাদ বিরোধী ভ্রাতৃত্ববোধের।এগুলো বলতে হয়তো ধর্মবিদ্বেষী আর্যদের সম্মানে লাগবে। ” - Robi User