চলচ্চিত্র এমনই একটি শিল্পমাধ্যম যা অন্যান্য শিল্প মাধ্যমের বহুকিছু ধারণ করতে পারে। চলচ্চিত্রের মতো অন্য কোনো শিল্পমাধ্যম সাধারণের সাথে এতোটা যোগাযোগ স্থাপনে সক্ষম নয়।
আর চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ ধারণা শর্টফিল্ম। কম খরচে, কম সময়ে বিপুল পরিমাণ মানুষের মাঝে পৌঁছাতে পারে শর্টফিল্ম (যার সবচেয়ে প্রায়োগিক রূপ ইউটিউব শর্টস, ফেসবুক রিলস)।
শর্টফিল্মের নানান বিষয় নিয়ে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা করা হয়েছে হাসান রাউফুনের ‘শর্টফিল্ম নির্মাণের কলাকৌশল’ বইটিতে। বইটি পড়ে শর্টফিল্ম নির্মাণ ইচ্ছুকরা উপকৃত হবেন এবং জানা-অজানা বিষয়কে নতুন করে নবায়ন করে নিতে পারবেন।