এই শেষ জামানায় হাদিসে জিবরিল কতোই-না প্রাসঙ্গিক। উম্মুস সুন্নাহ বা সকল সুন্নতী ইলমের শেকড়তুল্য এই একটি হাদিস আমাদেরকে আলোকিত করার সকল জ্বালানী বহন করছে। দ্বীনের কোন দিকটি নেই এই একটি হাদিসে? ইমান থেকে নিয়ে ইবাদত, তাকদির থেকে নিয়ে গায়েব ও কেয়ামতের আলামত— সবই উঠে এসেছে এখানে। এখানে থরে থরে সেজেছে ইলমের প্রতিটি শাখা। রন্ধ্রে রন্ধ্রে মিশেছে হেকমতের সম্যক মোহনা।