সভ্যতার অগ্রযাত্রায় বড় বড় বাঁকবদলের কারিগর ছিলো যুদ্ধ। প্রথমদিকে প্রকৃতির সাথে যুদ্ধ করেই মানবসভ্যতা একেকটি বৈতরণী পেরিয়েছে। এর পর একটা সময়ে নিজেরাই জড়িয়েছে যুদ্ধে। এসব যুদ্ধ সমৃদ্ধ করেছে, পাথেয় যুগিয়েছে পরবর্তী প্রজন্মের জন্য।
আজকের চারপাশের প্রতিটি জিনিসই এক সময়ে সংঘটিত যুদ্ধের অবদান। ভাবতে অবাক লাগলেও এটাই সত্য। আর মানবেতিহাসের সমরকৌশল মানুষকে উপযুক্ত করেছে নতুন পৃথিবীর জন্য। সেসব না হলে আজকের পৃথিবী এমন হত না।
আসুন, প্রবেশ করি সেইসব রণাঙ্গনে…