চারপাশের হানাহানি-রক্তপাত আর হিংসা-লোভের মাৎস্যন্যায়ের মধ্যে দাঁড়িয়ে আমরা কি পারছি প্রতিবাদ-প্রতিরোধের দূর্গ গড়তে? পারছি না। কারণ অন্যায়কারীরা সবসময় যুথবদ্ধ থাকে বলেই তারা পরাক্রমশালী হয়, আর ন্যায়পরায়ণ মানুষ হয় নিঃসঙ্গ। তাহলে কি প্রতিরোধে নামা ভুল? ভুল মানুষের পাশে দাঁড়ানো?
হতাশা আর নিরাশার এই দেশে দাঁড়িয়ে কথাসাহিত্যিক মোহাম্মদ আলী বলছেন বিশুদ্ধ নৈরাশ্যের কথা। আচ্ছা, নৈরাশ্য বিশুদ্ধ হলে কি তা নৈরাজ্য ঠেকাতে পারে? জানতে হলে পড়তে হবে।