অজানাকে জানা, অদেখাকে দেখা এবং গুপ্ত রহস্যের স্বরুপ উন্মোচনের যে তীব্র ব্যাকুলতা ও উদগ্র বাসনা, তা অনেকাংশে পূর্ণ হয় ভ্রমণের দ্বারা। আশা করি এই সংক্ষিপ্ত ভ্রমণকাহিনীটি একজন ঘরকুনো পাঠককেও করে তুলবে ভ্রমণপিপাসু। বদ্ধ ঘরের কপাট খুলে, হৃদয়ের জানালা উন্মুক্ত করে মহাবিশ্বের যত বিস্ময় আছে, তার সবগুলোই ওলট-পালট করে দেখার প্রেরণা জোগাবে। সেই সাথে পাঠক এখানে পাবেন কিঞ্চিৎ সাদামাটা সাহিত্যের ছোঁয়া, পাবেন নিজের জ্ঞান-ভান্ডারকে প্রাচুর্যময় করতে অল্পবিস্তর তথ্য-উপাত্ত।