দেশের বড় বড় চিকিৎসা প্রতিষ্ঠানে করিমন বেওয়ারা আসেন বহু প্রত্যাশা নিয়ে। সাধারণ মানুষের অর্থে নির্মিত ওসব প্রতিষ্ঠানে তারা কেমন সেবা পান তার বর্ণনাই ধরা হয়েছে এই উপন্যাসে।
চিকিৎসক হিসেবে দীর্ঘ সময়ের সংশ্লিষ্টতায় লেখক শফিকুল ইসলাম যা অনুধাবন করেছেন তা-ই বিবৃত করেছেন তাঁর 'করিমন বেওয়ার চিকিৎসা সংবাদ' -এ।