নগরায়িত সভ্যতা গড়ার অস্থির প্রতিযোগিতায় মেতে আমরা প্রকৃতিকেও করে ফেলেছি অশান্ত আর অস্থির। তাই তো ক্রমে বাসের অনুপযোগী হয়ে পড়ছে এই পৃথিবী।
তবে এখনও কিছু মানুষ আছে যারা প্রকৃতির কথা ভাবে, সুন্দর স্বাভাবিক সভ্যতার স্বপ্ন দেখে। তরুণ গল্পকার সাইমা সাদিয়া তাদেরই একজন। তাঁর 'অবাক শহর' বইটিতে তিনি প্রকৃতিকে ভালোবাসার গল্প লিখেছেন, প্রেরণা দিয়েছেন।