গবেষণায় দেখা গিয়েছে, যারা প্রতিদিন অন্তত দশ মিনিট হাসে তারা বেশীদিন সুস্থ্যভাবে বাঁচে। আপনার সুস্থতা আমাদের অবশ্য কাম্য। তাই আপনার জন্য রুবেল কান্তি নাথের বাছাই করা কিছু কৌতুক ও রম্য নিয়ে এই বই 'রকমারি রম্য'। পড়বেন আর হাসবেন, হাসবেন আর পড়বেন আর হাসবেন...