১৯৪১ সালের ২২শে জুন। সর্বশক্তি নিয়ে হিটলারের বাহিনী হামলা চালায় সোভিয়েত ইউনিয়নের উপর। জবাবে পিতৃভূমি বাঁচাতে জীবন পণ করে ঝাঁপিয়ে পড়ে সোভিয়েত মানুষ। সময় জন্ম দেয় অবিশ্বাস্য কীর্তিমান কয়েকজন বীরের।
দেশপ্রেমে দীপ্যমান বীরত্বপূর্ণ সংগ্রাম আর সাফল্যের অমরগাঁথা বরিস পলেভয়ের 'মানুষের মতো মানুষ'। অনুবাদ করেছেন সমর সেন।