বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে ছোটগল্পের প্রধান উপজীব্য মানুষ আর মানুষের জীবন ও
চরিত্র। যেখানে তিনি স্ত্রী-চরিত্রকে কেন্দ্রে স্থাপন করে গল্প গড়ে তুলেছেন
সেখানে দুটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় হয়ে উঠেছে– এরা সকলেই শ্বাশ্বত
নারী-হৃদয়ের অধিকারিণী। এদের হৃদয়ে রোমান্টিক প্রেমের চেয়ে চিরন্তন মায়া-মমতার
স্থান অনেক বেশি প্রগাঢ়। এরা নিজেরা স্নেহের কাঙাল হলেও হৃদয় মমতার অফুরন্ত ভাণ্ডার।
‘কিন্নর দল’ এমনই একদল নারীর
গল্প। সাংসারিক ও জৈবনিক বন্ধনে থেকেও তারা বারবার চায় উচ্ছল জীবনে হারিয়ে যেতে।