মোট পাতা: 64
বিষয়: কাব্যগ্রন্থ
দুষণাক্রান্ত এই সময়ের গহ্বরে দাঁড়িয়েও যে নিয়ত উচ্চারণ করে প্রগতির কথা, স্বাধীনতার কথা, সহমর্মিতার আশা –সেই তো আসল কবি। আহ্সান উল বারী সুজনের ‘জল রঙ’ কাব্যগ্রন্থটি কবিত্বের সেই সত্ত্বার প্রতি আস্থাকে আরও পোক্ত করে।