সাহিত্য যদি সাধারনের বোধগম্যতায় না আসে তা
সার্বজনীন হয়না। সাহিত্যে
যদি সাধারণের কথা না থাকে তাও সর্বজনপ্রিয়তা পায় না। নবীন কবি ইসমত আরা সবসময় চেষ্টা
করেন তাঁর সৃষ্টি সার্বজনীন ও সর্বপ্রিয় করতে। তাই অহেতুক কাব্যিক হেঁয়ালি না রেখে
সমান্তরালে বলে যান মনের কথা, বোধের কথা। তাঁর ‘নোনা জলের কাব্য’ বইয়ে ঠাঁই পাওয়া
কবিতাগুলোও সেই ধারা অব্যাহত রেখেছে।