নিখাদ প্রেমের উপন্যাস ‘মায়া’। উপন্যাসটির পাতায় পাতায় রাগ-অভিমান মিশিয়ে লেখক ছড়িয়েছেন দারুণ রোমাঞ্চকথন। মাথায় টোকা দেয়া নিয়ে অপরিচিত এক ছেলে সাথে নায়িকার বিবাদের শুরু। অনাকাঙ্খিতভাবে নায়িকার সাথে সেই একই ঘটনা ঘটেছে বারবার। আর দুভার্গ্যক্রমে সেইসব ঘটনার দোষ গিয়ে পড়ে সেই অপরিচিত ছেলেটির গায়ে। উপন্যাসের অনেকটা জুড়েই রয়েছে ভুল বোঝাবুঝি। একসময় সেই ভুল বোঝাবুঝি পরিণত হয় প্রগাঢ় ভালোবাসায়।