অভিমান
মিথিলা তো চুপচাপ
জল পড়ে টুপটাপ
চোখ দুটো দিয়ে
কি ঝামেলা মুশকিল
মিথিলাকে নিয়ে।
খেলছে না সে পড়ছে না
পুতুলটাকে ধরছে না।
দিলেও হাতে টফি, সে
দেয় ফিরিয়ে গাল ফুলিয়ে
কয় মিথিলা, রোজ ভুলিয়ে
আমায় রেখে যান প্রতিদিন
আব্বু আম্মু অফিসে।
আঁকিয়ে
ফ্রিজ আঁকতে ব্রিজ আঁকবে
গরু আঁকতে ঘোড়া
ক্ষুদে আর্টিস্ট ওরা।
লোক আঁকতে চোখ আঁকবে
নাক পারে না দিতে
আঁকার পরে আঁকতে থাকে
নেই আলসেমিতে।
জাম আঁকতে ঘাম ঝরাবে
আমও যদি আঁকে
পাঁচের মত আম হবে যে
এটাই মনে রাখে।
ডিম আঁকতে হিম হয়েছে
মুরগি নাকি হাঁস
কোনটা ছেড়ে কোনটা আঁকে
তাতেই হাসফাস।
ফুল আঁকতে ভুল করে না
আঁকে ফুলের তোড়া
ক্ষুদে আর্টিস্ট ওরা।
বই
─ কোন কেলাসে উঠলি রে তুই?
─ “ক্যান
এবার কেলাস ফোরে─
─ ইসকুলেতে যাস্না কেন?
খেলতে দেখি তোরে।
হল্লা করে ঘুরে বেড়াস বন্ধু নিয়ে সাথে
পড়াশুনাও করিস না তুই দিনে কিম্বা রাতে।
─ “হিঃ হিঃ হিঃ হিঃ
এই কথা কন ভাই
পাঁচ মাস হতে চলল আজো
বই মেলেনি তাই─
“ ” - আহমেদ সাব্বির