চব্বিশ বছরের শাসন, শোষণ,
বৈষম্য আর নিপীড়নের
বিরুদ্ধে রুখে দাঁড়াবার
সাথে সাথে পাকিস্তানি
শাসকেরা হায়েনার মত ঝাঁপিয়ে
পড়েছিল বাঙালি জাতির উপর। এ জাতির ন্যায়সঙ্গত উচ্চকিত কণ্ঠ চিরতরে
স্তব্ধ করার জন্য
নির্বিচারে হত্যা করেছিল ত্রিশ লক্ষাধিক নিরপরাধ বাঙালিকে। চার লক্ষ নারীর
সর্বস্ব কেড়ে নিয়েছিল
পাশবিক উল্লাসে। বস্তুত এত কম সময়ে
এতো বেশি সংখ্যক
লোককে হত্যা করার নজির
পৃথিবীর ইতিহাসে নিতান্তই বিরল। স্বাধীনতা
যুদ্ধকালে সারা দেশের
মতো উত্তরের জনপদও পরিণত হয়েছিল বধ্যভূমিতে। সেই বধ্যভূমি থেকে
নানান তথ্য ও উপাত্ত তুলে এনে মলাটবন্দী করেছেন গবেষক ও কথাসাহিত্যিক মানিক
মোহাম্মদ রাজ্জাক।