ঘটনাচক্রে দেখা; আর প্রথম দেখায় প্রেম। মায়াবতী মিতু আর তাকে ঘিরে আবর্তিত
হয় হাসানের দিনগুলো। এমনকি সুদূর প্রবাসেও আটকে রাখে মায়ার বাঁধনে, ভালোবাসার
আকর্ষণে। নেহাৎ নাটুকে মনে হলেও, বাস্তবেও এমনটা ঘটে মাঝেমধ্যে। নবীন লেখক বদরুজ্জামান
খোকনের উপন্যাস 'এই বসন্তে তোমায় নিমন্ত্রণ' আপনাকেও বাধ্য করবে নাটুকে-বাস্তবতায়
মন ভাসাতে।
“ ” - Badruzzaman Khukon