সন্তানের জীবনে বাবার ভূমিকা কী? আমরা শুধু মায়ের ভূমিকাই আলোচনা করি
বারবার, কিন্তু বাবাও যে কতো গভীর ও বিস্তৃত ভূমিকা রাখে, তা অনালোচিত রাখি,
অগ্রাহ্য করি কেন যেন। নবীন সাহিত্যিক ফারহানা সরকার তাঁর 'জীবন পারাপারে বাবা এক
আশ্চর্য সুরভি' বইয়ে বাবাদের কথা বলেছেন। যে বাবা বটবৃক্ষের মতো মায়াময় ছায়ায় আগলে
রাখে সন্তানকে দিনের পর দিন, রাতের পর রাত।