ফেসবুকের এই সময়ে পারস্পরিক
ভাব-ভাষা-ভালোবাসা কীভাবে বলা যাবে? আনিসুল হকের 'তোমাকে না পাওয়ার
কবিতা' বইয়ে সেই কথাই লেখা আছে কাব্যের কুহক ও মণিমুক্তাসহ। তাঁর কবিতা মধুর ও চিত্রকল্পময়। আমাদের দিনযাপনের বলা না-বলা, হারিয়ে যাওয়া অনুভূতিগুলো খুব স্বচ্ছন্দেই তাঁর ছোঁয়ায় কবিতা হয়ে ওঠে। 'তোমাকে না পাওয়ার
কবিতা'য় কেবল বিরহ নয়, বাসনাও আছে। আছে বর্ণিল জাদু।
কবিতাগুলো প্রবলভাবে তুমিময়, তুইময়। বইটি পড়তে
পড়তে আপনার মনে হবে- এ তো তোমাকেই বলা হলো
এতক্ষণ!