সরকার আমিন কবিতার আকাশে মেঘের রচনা করেন। সেই
মেঘ থেকে বৃষ্টি নামে। বৃষ্টি থেকে প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়ে আমাদের চোখে মনে
মননে ধরা দেয় নিরুপমা হয়ে। তবে তিনি গাছের চেয়ে পাতাকে বড় করে তোলেন না। সামগ্রিকভাবে জাগিয়ে তোলেন অনুভূতিগুলো হৃদয় আর মস্তিষ্কের অণু-পরমাণুর ক্ষুদ্রাতিক্ষুদ্র
কম্পনে কম্পনে।