হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটা একাগ্রতা, নিষ্ঠা, উদারতা ও সংগ্রামী ব্রত নিয়ে এ জাতিকে নির্ভীক চিত্তে নেতৃত্ব দিয়েছেন, এ জাতির জাতিসত্তা বিনির্মাণ করেছেন এবং এ জাতিকে একটি স্বাধীন দেশ দিয়েছেন, সে সম্পর্কে তাঁর প্রতিবাদী জীবনের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষঙ্গ সম্পর্কে এ গ্রন্থে কিছুটা আলোকপাতের প্রয়াস গ্রহণ করেছেন কথাসাহিত্যিক ও গবেষক মানিক মোহাম্মদ রাজ্জাক। গ্রন্থিত তথ্য-উপাত্তের মাধ্যমে নবপ্রজন্মের সন্তানেরা এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং তৎসম্পৃক্ত জাতির জনক সম্পর্কে অবহিত হতে পারবে বলে আমরা বিশ্বাস করি।