মুর্শিদ শাহ পীর আবদুল কাদির চিশতীর রওজা জিয়ারতের পদ্ধতি এবং হাক্বীকত এই ছোট্ট গ্রন্থে তুলে ধরা হয়েছে। সকল ওলি-আল্লাহগণের রওজা জিয়ারতের বিশুদ্ধতা কীভাবে এবং কোন পদ্ধতিতে রক্ষা করা যেতে পারে সেই সম্পর্কে বলা হয়েছে; সাথে ধর্মীয় অনুষ্ঠানাদিতে তওয়াফ করার বিষয়টি সম্পর্কেও।