চাঁদের হাসি নিরালায় লুকিয়ে কাঁদে,
ভোরের
আলো ম্লান হতে দ্বিধা করে না। তবুও দ্বিধারা বাসা বাঁধে, এগিয়ে যায় অনিশ্চয়তার পথে। কবি
এম. হুমায়ূন কবিরের যাপিত জীবনের অন্তক্ষরণ, মোহ, মুগ্ধতা, বিস্ময়, বিদ্রোহ নিয়েই কাব্যগ্রন্থ 'পোড়া
গোধূলি'।
কবিতাগুলো
অত্যন্ত জীবনঘনিষ্ঠ। এসব কবিতায় আছে আবেগ, প্রেম, ভালোবাসা
আর যাপিত জীবনের আলাপন। প্রতিটি কবিতায় কবির আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ
সবাইকে মুগ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।
“ ” - Robi User
“ ” - Humayun Kabir