মানবজাতির সকল দুঃখের মূল কারণ আল্লাহর নির্দেশিত নবুয়ত
পরবর্তী মাওলাইয়াত নেতৃত্বের ধারাবাহিকতাকে অস্বীকার করা এবং নিজেদের স্বেচ্ছাচারী
শাসকদের মনোনয়ন অথবা নির্বাচন করা। ‘মাওলার অভিষেক’ গ্রন্থে এই বিষয়টিকেই প্রাচীন
মধ্যযুগীয় মূল্যবান হাদিস ও রেফারেন্সের আলোকে তুলে ধরা হয়েছে। যেখানে উল্লেখ
রয়েছে সর্বাধিক সাহাবীর উপস্থিতিতে গাদীর-এ-খুম এ মাওলা আলী (আ.)-এঁর রসুল পরবর্তী
নেতা বা মাওলা হিসেবে মনোনয়ন ও অভিষেক।
“ ” - Imamia Chistia Publisher