জাতি-ধর্ম
নির্বিশেষে ‘বিশ্বজনীন মসজিদ’-এর স্বরূপ এই গ্রন্থে অঙ্কন করা হইয়াছে। সত্যিকার বিশ্বাসীর মসজিদ বিশ্বজনীন
এবং তাহা কোনরূপ গোষ্ঠী-স্বার্থ অথবা ব্যক্তি-স্বার্থ দ্বারা কুক্ষিগত অথবা কলুষিত করা যায় না। স্রষ্টা স্বয়ং সার্বজনীন; তাই
তাঁহার সৃজিত মসজিদও সার্বজনীন। গ্রন্থটি পাঠ করলে তাই বোঝা যায়।
“ ” - Imamia Chistia Publisher