জার সম্রাটদের দীর্ঘদিনের অপশাসনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাশিয়ার
লেখকদের সাহিত্যে। তাঁদের লেখাগুলো সমাজের
দলিল হিসেবে আজও স্বীকৃত। সেই ক্রান্তিকালের মহান গল্পকারদের মধ্যে আলেকজান্ডার পুশকিন, নিকোলাই
গোগল, ইভান তুর্গেনিভ, লেভ তলস্তয়, মিখাইল
সালতিকভ-শ্চেদ্রিন, আন্তন চেখভ, ভ্ল্যাদিমির করলেঙ্কোর সাতটি গল্প রয়েছে।
“ ” - Bookworm