কে সে? কেন সে পাগলের মতো আচরণ করে? কেন বারবার জড়িয়ে পড়ে ক্লাসিক্যাল প্রেমে? উত্তরটা হল: ‘আমরা কেউই তা জানি না।’ তাই কেউ তাকে বলছে সাইকোপ্যাথ, আবার কারো কারো বিচারে সে মেন্টালি ক্র্যাক। তারপরেও ,সে প্রায়শ্চই সুন্দরী মহিলা এবং পরিণত মেয়েদেরকে নেশা
ধরিয়ে চলেছে। সুতরাং তার থেকে সাবধান
সবাই। তার সঙ্গটা
এড়িয়ে চলাই শ্রেয়। নাজমুল আলম সিজার তার
'বোহেমিয়ান' উপন্যাসে সমাজ ও জীবনের যে চিত্র ফুটিয়ে তুলেছেন, তা আসলেই ভাবার
যোগ্য।