মাহমুদুল হক ভাস্কর হিসেবে পাস করেছে রাজশাহী আর্ট ইন্সিটিটিউট থেকে। মাস্টার্স পাস করে, চাকরির খোঁজে ঢাকা এসে এক বন্ধুর হোস্টেলে ওঠে। সারাদিন চাকরির সন্ধানে ঘুরতে ঘুরতে একজনের সাথে দেখা হয়— নাম সুরঞ্জনা নাহার। তারা ঠিক করলো, পরদিন একই এলাকায় চাকরির খোঁজে নামবে। পরদিন চাকরি মিলেও যায় দুজনের। সেখানে অপ্রত্যাশিতভাবে ঘটতে থাকে একের পর এক ঘটনা-দুর্ঘটনা। সেসব ঘটনা আর দুর্ঘটনার দুর্বিপাকে কেমন করে এগিয়ে চলে মাহমুদ আর সুরঞ্জনা জানতে হলে পড়তে হবে আনিসুল হকের 'বেকারত্বের দিনগুলিতে প্রেম'।
“গল্প পড়ছি আর মনেহলো আমি বাস্তবে এগুলো কল্পোনা করছি ” - Robi User