মিথ বা
পুরাণের চরিত্রগুলো মানবসভ্যতার শুরু
থেকে এখন পর্যন্ত জনপ্রিয়। প্রাত্যহিক
জীবনে জ্ঞাতে-অজ্ঞাতে
আমরা অনেক পৌরাণিক চরিত্র উদাহরণ হিসেবে
ব্যবহার করি। এছাড়া সাহিত্য, শিল্পকলা,
ইতিহাস,
দর্শন,
সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় পড়াশোনার
সময় মিথের চরিত্রগুলো প্রত্যক্ষ
বা পরোক্ষভাবে উপস্থিত হয়।
আশরাফ পিন্টুর ‘মিথের গল্প’ থেকে
পাঠকরা নানান পৌরাণিক চরিত্র এবং তার পেছনের
ইতিহাস সম্পর্কে জানতে পারবে নিঃসন্দেহে।
“ ” - Bookworm