প্রান্তজীবনের জন্য আর্তি, জীবনের নানা উত্থান-পতন, সংগ্রাম-সংকট, দ্বন্দ্বমুখরতা, স্মৃতিকাতরতা, প্রেমানুভব, বিচ্ছেদ-বেদনা, নারীর প্রতি লাঞ্ছনায় বিক্ষুব্ধ এক কবিআত্মার ছবি ফুটে ওঠে এই গ্রন্থে, যাতে আলো-আঁধারির নানা রহস্যময় রং-বেরঙের চিত্র দানা বেঁধে উঠতে চায়। গ্রন্থের অধিকাংশ কবিতা বিষয়নির্ভর, ভাষার সারল্য পরিলক্ষিত হয়, কিন্তু তরল নয় মোটেই।