টম সয়্যারের দুঃসাহসিক অভিযান এমন একটি রোমাঞ্চকর কাহিনি, যা বহুল এবং কৌতূহলোদ্দীপক। ছোট-বড় সকল বয়সের পাঠকের কাছেই যা সমানভাবে সমাদৃত। বইটার অনেক ঘটনার সাথেই আমাদের শৈশব-কৈশোরের মিল রয়েছে। আর তা সম্ভব হয়েছে কারণ এটি রচিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ছোট্ট টমের দুঃসাহসিক, মজার এবং একই সাথে বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড পাঠকের কাছে ভীষণভাবে উপভোগ্য হবে।