যারা কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেয় এবং কিছু ঘটায়, এ বইয়ে তাদের সম্পর্কে বলা হয়েছে। উদ্দেশ্য ব্যক্তিকে নেতা হতে সক্ষম করা—এবং ব্যক্তি যদি ইতিমধ্যেই নেতা হয়ে থাকেন, তাহলে উদ্দেশ্য ব্যক্তিকে আরো কার্যকর নেতা হতে সক্ষম করা। সমাজের সবচেয়ে কার্যকর নেতাদের কিছু বৈশিষ্ট্য, গুণাবলি ও আচরণ বর্ণনা করা হয়েছে, যেন ব্যক্তি সেই গুণগুলো অনুকরণ করতে পারেন এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবে পরিণত করতে পারেন।