সীমান্ত পাহারা এবং জন্মভূমি সুরক্ষার নামে তিন দশকেরও বেশি সময় ধরে সংঘটিত সিয়াচেন হিমবাহ সংঘাত নামে কথিত পাকিস্তান, ভারত এবং চীনের সীমান্ত মিলনস্থলের ভূবিন্যস্ত অঞ্চল নিয়ে উদ্ভূত দ্বন্দ্ব, বিশ্বব্যাপী রাজনৈতিক সীমান্তগুলির প্রান্তিককরণ চিত্রিত করার ফলস্বরূপ ভারত পাকিস্তান সীমানা নির্ধারণজনিত উদ্ভূত কাশ্মীর বিরোধ সমস্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ধর্মের ভিত্তিতে বিভক্ত পাকিস্তান ভারতের কাশ্মীর দখল নিয়ে সংঘটিত বিরোধ প্রভৃতি আলোচনা করা হয়েছে এই গ্রন্থে।