বিজ্ঞানীদের তাত্ত্বিক গবেষণার চিন্তা-চেতনায় রূপ দেওয়া হয়েছে এই ‘ওয়েলকাম টু মিরর ওয়ার্ল্ড’ সায়েন্স-ফিকশন বা বৈজ্ঞানিক কল্প-কাহিনি। এ গ্রন্থে মিরর ওয়ার্ল্ড—১, ২, ৩, ৪, ৫ ও ৬ শিরোনামে রয়েছে ৬টি পর্ব বা গল্প। এই ‘মিরর ওয়ার্ল্ড’-এর বাসিন্দাদের মধ্যে শুধু চেহারা বা কাজ-কর্মে নয়, তাদের সত্তার সাথে আমাদের পৃথিবীর মানুষের সত্তার মিল আছে কি না তা ভিন্ন ভিন্ন বা অভিনব চিন্তা-চেতনায় তুলে ধরা হয়েছে এর প্রতিটি গল্পে।