জীবনের নানা দিক, নানা অনুভূতির জোছনা আর অন্ধকার এসব কবিতায় ছায়া ফেলে আছে। যেন শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষ একাকার। উজ্জ্বল শব্দে, সজীব অনুভূতিতে চকিত হয়ে ওঠা উপমায়, প্রাণের ঝর্ণাধারায় নক্ষত্রের জলে কয়েকটি তারা বইয়ের কবিতাগুলোয়। চিরায়ত চাঁদ-ফুল-পাখি ও প্রাত্যহিক জীবন ভিন্ন ব্যঞ্জনায় উপস্থিত। নিসর্গের রূপ-উপলব্ধির পাশাপাশি ঐতিহ্যেরও প্রকাশ লক্ষ করা যায়।