বেদে হচ্ছে এমন একটি গোষ্ঠী। যারা ভাসমান যাযাবর শ্রেণির গোষ্ঠী বলে পরিচিত। এরা প্রান্তিক জনগোষ্ঠী। গোষ্ঠী হলো এমন একটি প্রত্যয় যেখানে ব্যক্তির পরিচয় গৌণ হয়ে যায়। কিন্তু সেই গোষ্ঠীর একজন সদস্যও তার গোষ্ঠীর পরিচয়বাহী। সাহিত্যে এই বেদে জনগোষ্ঠীর অবস্থান, অবস্থা ও বিশেষ পরিচয়টি কী ও কীভাবে বিধৃত হয়েছে, এই গ্রন্থে নৃতত্ত্বে, ভাষায় ও সাহিত্যে অন্বেষণের চেষ্টা করা হয়েছে।