ভগবানিয়া, বলাহাড়ি, মতুয়া, রাইরসরাজ ও পাগলচাঁদ সম্প্রদায় এই পাঁচটি লোকধর্মের ওপর ভিত্তি করে বাংলাদেশের লোকধর্ম, প্রথম খণ্ড রচিত। যাতে বাংলাদেশের লোকধর্মগুলোর প্রকৃতি ও ধর্মচর্চার অবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। উদ্দেশ্য, সম্প্রদায়গুলোর ধর্মবিশ্বাস কীভাবে তাদের আচরণকে সচল রেখেছে, সে সম্পর্কে জানা। তাদের প্রার্থনা, সঙ্গীত, মানা ট্যাবু, সমাবেশ বা অনুষ্ঠান ইত্যাদি আচরণমূলক ঘটনাগুলো কীভাবে দৈবী সত্তাকে ঘিরে আবর্তিত হয়েছে, তার বিশ্লেষণ না করে, কীভাবে মানুষের ধর্মবিশ্বাস নানা বৈচিত্র্যে, আচার-আচরণে, প্রথা-সংস্কারে বিকশিত হয়ে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি লোকধর্মের দর্শন, অন্যান্য ধর্ম-সম্প্রদায়গুলোর সঙ্গে সংযোগ ও স্বাতন্ত্র্য, তাদের সামাজিক আচার-সংস্কার ও দৈনন্দিন জীবন, প্রবক্তার জীবন ও কর্ম এই গ্রন্থে তুলে ধরা হয়েছে, ফলে আগ্রহী পাঠক তাদের সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন।