বন-ফুল রবীন্দ্রনাথের একটি কাব্যোপন্যাস। এটি ১২৮৬ (১৮৮০) সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত রচনা "কবি-কাহিনী" গ্রন্থের পরে প্রকাশিত হলেও, এই গ্রন্থটি পূর্বেই রচিত হয় এবং সাময়িকপত্রে প্রকাশিতও হয়েছিল। এই গ্রন্থের মাধ্যমে আবিষ্কার করা যাবে নতুন এক কবি রবীন্দ্রনাথকে, জানা যাবে কবির কাব্যজীবনের বিবর্তন।